গাজায় ইসরায়েলি অভিযানে একদিনে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন, আহত ৬২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে নিহত ও আহতের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বৃহস্পতিবার থেকে শুক্রবার (৪ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছেন ১৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৬২৫ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, নতুন করে এই প্রাণহানি যোগ হওয়ায় গত ২১ মাস ধরে চলমান যুদ্ধে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে। তবে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “আসল সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে অনেকে এখনও চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার সম্ভব হয়নি।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলায় ইসরায়েলের ভেতরে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল “জিম্মি মুক্তির অজুহাতে” গাজায় সামরিক অভিযান শুরু করে, যা দীর্ঘ ১৫ মাস ধরে চলে।

চলমান এই অভিযানে ইসরায়েলের দাবি অনুযায়ী, ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইডিএফ।

#

২০২৪ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশের চাপের মুখে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে সেই যুদ্ধবিরতির দুই মাস শেষ হওয়ার আগেই, ১৮ মার্চ থেকে আবারও দ্বিতীয় দফায় গাজায় সামরিক অভিযান শুরু করে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দ্বিতীয় দফার এই আক্রমণে এখন পর্যন্ত ৬ হাজার ৭১০ জন নিহত এবং প্রায় ২৩ হাজার ৫৮৪ জন আহত হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

এ সম্পর্কিত আরও খবর