দেশে ভোক্তাপর্যায়ে ব্যবহৃত এলপি গ্যাসের (লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস) মূল্য জুলাই মাসের জন্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৩৬৪ টাকা, যা আগের দাম ১,৪০৩ টাকা থেকে ৩৯ টাকা কম।
বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বিইআরসি।
এর আগে, জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি মাসে দাম আরও কমিয়ে আনা হলো, যা ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া, অটোগ্যাসের (গাড়িতে ব্যবহৃত এলপি গ্যাস) দাম প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা অপরিবর্তিত রয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজারে এই সমন্বয় আনা হয়েছে।