দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যের ছোট্ট শহর সান পেদ্রো হুয়ামেলুলা-তে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ঘটনা। শহরের বর্তমান মেয়র ড্যানিয়েল গুতেরেস মেক্সিকোর শত বছরের প্রাচীন ঐতিহ্য মেনে অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা নামের এক জীবন্ত কেম্যান (ছোট প্রজাতির এক ধরণের মেক্সিকান কুমির)-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
গত সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বর-কনেকে ঘিরে উৎসুক জনতা নেচে-গেয়ে অংশগ্রহণ করে বিয়ের আনন্দে।
এই আদিবাসী ঐতিহ্যটি প্রায় ২৩০ বছরের পুরনো। স্থানীয় চোন্টাল ও হুয়াভে নৃগোষ্ঠীর সংস্কার অনুযায়ী, কেম্যানকে ‘রাজকন্যা’ হিসেবে বিবেচনা করা হয়, যার সঙ্গে স্থানীয় নেতার (মেয়রের) এই প্রতীকী বিবাহ মানুষ ও ঈশ্বরের মিলনের প্রতীক। এই রীতি অনুসরণ করলে শহরে ভালো ফসল হয়, মাছের প্রাচুর্য বাড়ে এবং সমৃদ্ধি আসে—এমনটাই বিশ্বাস স্থানীয়দের।
বিয়ের আসরে রীতি মেনে কেম্যান কনেকে ঝলমলে সাদা বিয়ের পোশাক পরানো হয় এবং তার নাক-মুখ বাঁধা অবস্থায় মেয়রের পাশে বসানো হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে মেয়র গুতেরেস তাকে চুম্বন করেন এবং কোলে তুলে নাচেন ঐতিহ্যবাহী সুরের তালে।
গুতেরেস বলেন, “আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোবাসা ছাড়া বিয়ে হতে পারে না। একারণেই আমি রাজকুমারীর সাথে বিয়ে করতে রাজি।”
এই সাত বছর বয়সী কেম্যানকে স্থানীয়রা “পৃথিবী মাতার” সঙ্গে যুক্ত এক দেবতার প্রতীক হিসেবে দেখেন। এটি কেবল একটি লোকজ উৎসব নয়, বরং এটি মেক্সিকোর সংস্কৃতি, বিশ্বাস ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক প্রতীকী প্রকাশ।