চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জোরারগঞ্জ থানা যুবদল। সোমবার (৩০ জুন) উপজেলার বারইয়ারহাটে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি বারইয়ারহাট পৌর বাজার এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, নুরুল আবছার, কামরান সরোয়ার্দি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, যুবদল নেতা মোমিনুল ইসলামসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত রবিবার রাতে বারইয়ারহাট পৌরবাজারের কাশবন হোটেলের সামনে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ছাত্রদল নেতা শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানভীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন।
এসময় বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এরআগে, গতকাল রবিবার রাত ৯ টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের কাশবন রেস্টুরেন্টের সামনে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়।