সাংবাদিকতা ও মানবাধিকার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫” সম্মাননায় ভূষিত হয়েছেন ইনিউজ আপ ডট কম-এর প্রধান সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মহসীন।
গত ২৮ জুন ২০২৫, রাজধানীর কচিঁ কাচাঁ মিলনায়তনে আয়োজিত জমকালো আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়। আয়োজনটি যৌথভাবে সম্পন্ন করে স্টার বাংলাদেশ এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
মোহাম্মদ মহসীন দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। সাংবাদিকতার প্রতি তার দায়বদ্ধতা, নীতিনৈতিকতা এবং মানবাধিকারের প্রতি তার সোচ্চার ভূমিকা প্রশংসিত হয়েছে সর্বমহলে।
তিনি শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকতা তার কাছে শুধুমাত্র পেশা নয়, এটি তার নেশা, তার জীবনদর্শন।
“স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে ছিলো তারকাখচিত উপস্থিতি। বিশিষ্ট অভিনেতা সুব্রত, ইমন, মুকিত জাকারিয়া, ফ্যাশন ডিজাইনার অ্যাডল্ফ খানসহ বিনোদন জগতের অনেকেই অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন জাদুশিল্পী জুয়েল আইচ ও কিংবদন্তী অভিনেত্রী রোজিনা। এছাড়াও ছিলো মনোমুগ্ধকর র্যাম্প শো, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে দেশের নানা পেশার সফল ব্যক্তি, উদ্যোক্তা এবং সমাজসেবীরাও অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
মোহাম্মদ মহসীনের এই সম্মাননা ভবিষ্যতের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে নিঃসন্দেহে।