কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় প্রবাসী সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহণ ও মেজবান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাতারের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন রনি সঞ্চালনায় এবং আহ্বায়ক মাঈন উদ্দিন রানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আবুল হোসেন মিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া সিআইপি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ফেনী সমিতির সভাপতি শহীদুল্লা হায়দার এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল।
এর আগে, মিরসরাই সমিতি কাতারের ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আলতাফ হোসেন এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন এন কে টিপু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তারেক উজ জামান চৌধুরী তৌকির। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জাফর উল্ল্যা, আবুল কালাম, সাবেক সহ-সভাপতি নুরুল হুদা বাবুল, নুর নবী চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাসেল, তরুণ সমাজসেবক সালাহ উদ্দিন মিয়াজি, সাহাদাত মিয়াজি, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর ফরহাদ হোসেন এবং কার্যকরী পরিষদের সদস্য মুছা মিয়াজি।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, এই কমিটি প্রবাসে অবস্থানরত মিরসরাইবাসীর কল্যাণে কাজ করবে এবং আত্মমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে মিরসরাইয়ের সুনাম ও ভাবমূর্তি বিশ্বব্যাপী তুলে ধরবে। সমিতির কার্যক্রমের প্রশংসা করে তারা বলেন, এ সংগঠন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো নৈশভোজ মেজবানি ও সংগীতানুষ্ঠান। অতিথিরা প্রাণবন্ত পরিবেশে এই মিলনমেলায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।