ছোট হুজুরের স্মরণে মিরসরাই প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল

মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ, শায়খুল হাদিস মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (ছোট হুজুর) এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল (সংক্ষিপ্ত পরিসরে) শুক্রবার বাদে মাগরিব মিরসরাই প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিঠাছরা ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজামুল হক সাদেকী, হুজুরের সুযোগ্য সন্তান, মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি, মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল হক সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন আইনজীবি এডভোকেট মুহাম্মদ নাজমুল হাসান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবী সংগঠন ইগনাইট এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক আরশেদ আহম্মদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী।

এ সম্পর্কিত আরও খবর