মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।

শুক্রবার (২৭ জুন) মালয়েশিয়ার জনপ্রিয় দৈনিক হারিয়ান মেট্রো-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে চালানো অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিষয়ে তদন্ত চলছে।

#

মন্ত্রী আরও বলেন, “মালয়েশিয়াকে কোনো উগ্রপন্থির জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। আমরা কড়া নজরদারি চালিয়ে যাচ্ছি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটককৃতদের বিষয়ে বাংলাদেশ দূতাবাসকেও অবহিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর