হোয়াটসঅ্যাপে এআই: কল্পনার ছবি তৈরি এখন মুহূর্তেই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আমাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। নানা কাজে এখন মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। এবার সেই প্রযুক্তি যুক্ত হলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। মেটার নতুন এআই ইমেজ জেনারেশন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এখন সরাসরি কল্পনার ছবি তৈরি করা সম্ভব।

মেটা এআই ইমেজ জেনারেশন একটি নতুন ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু একটি লিখিত বার্তা বা প্রম্পট দিয়ে চ্যাট থেকেই ছবি তৈরি করতে পারবেন। এই ফিচারটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাট অভিজ্ঞতা আরও ইন্টারঅ্যাকটিভ ও আনন্দদায়ক করে তুলেছে।

কিভাবে ব্যবহার করবেন

এই ফিচারটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলে মেসেজ লেখার জায়গায় গিয়ে “@imagine” লিখতে হবে। এরপর ইংরেজিতে কল্পনার বিষয়টি টাইপ করে পাঠাতে হবে। মেটা এআই তখন সেই লেখা অনুযায়ী একটি ছবি তৈরি করে সরাসরি চ্যাটেই পাঠিয়ে দেবে।

#

এটি গ্রুপ চ্যাটে ব্যবহার করলে অন্যরাও সেই ছবি দেখতে পাবেন এবং আলোচনায় অংশ নিতে পারবেন। ফলে একসঙ্গে সৃজনশীল কিছু তৈরি করার সুযোগ তৈরি হচ্ছে।

কোথায় পাওয়া যাবে

এই ফিচারটি বাছাই করা কিছু দেশ ও ভাষায় চালু করা হয়েছে। তবে নিজের ভাষায় না পেলেও ইংরেজিতে প্রম্পট লিখে ফিচারটি ব্যবহার করা যাবে।

কেন এই ফিচার বিশেষ

হোয়াটসঅ্যাপে এই এআই ফিচার যুক্ত হওয়ায় এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং সৃজনশীলতা প্রকাশের একটি প্ল্যাটফর্মেও পরিণত হচ্ছে। এখন কেবল কথোপকথন নয়, কল্পনার জগতের চিত্রায়নও সম্ভব হচ্ছে একই চ্যাটের মধ্যেই।

এ সম্পর্কিত আরও খবর