অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ‘মিরসরাই ট্রিবিউন’-এর পুনঃআত্মপ্রকাশ উপলক্ষে পত্রিকাটির চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় বলেন—
> “মিরসরাই ট্রিবিউন অনলাইন নিউজ পোর্টালের আত্মপ্রকাশ নিঃসন্দেহে এ অঞ্চলের গণমাধ্যম অঙ্গনে একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সংযোজন। আমি আশাবাদী, এই পোর্টালটি মিরসরাইয়ের কৃষি, শিক্ষা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভ্রমণপিপাসুদের জন্য পর্যটন কেন্দ্রসমূহের নির্ভরযোগ্য দিকনির্দেশনা প্রদান করবে।
এটি শুধু তথ্য পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং মিরসরাইয়ের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেও কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
মিরসরাই ট্রিবিউনের এ নবযাত্রায় আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করছি। পাশাপাশি সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
উল্লেখ্য, মিরসরাই ট্রিবিউন ইতোমধ্যে স্থানীয় সংবাদ, কৃষি, শিক্ষা, শিল্প, পর্যটনসহ বিভিন্ন বিষয়ে পাঠকের আগ্রহ অর্জন করতে শুরু করেছে।