করেরহাটে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকাল ৩টায় করেরহাট মাদরাসা মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার ফখরুল আলম ভূঁইয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ হায়দার আলী ফরাজী।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি আব্দুল জাব্বার।
বিশেষ অতিথি ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা বোরহান উদ্দিন এবং জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর ও সাবেক কাউন্সিলর মাওলানা নুরুল হুদা হামিদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর