জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল

দীর্ঘ আইনি লড়াই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও তাদের পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান করা হয় (নিবন্ধন নম্বর-০১৪)। তবে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করা হয়।

তবে সর্বশেষ আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় বাতিল করে দেয়। আপিল বিভাগে দায়েরকৃত সিভিল আপিল নম্বর ১৩৯/২০১৩ এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩১১২/২০১৩-এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২০১৮ সালের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করে।

#

ফলে দলটি পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ পুনরায় নিবন্ধন লাভ করে।

এর আগে, গত ১ জুন আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে এবং দলটির প্রতীক সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেয়।

এ সম্পর্কিত আরও খবর