ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হচ্ছে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানের ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করার কার্যক্রম শুরু হয়েছে। খবর বিবিসির।
ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ইরানের সামরিক অভিযান তেহরান সময় ভোর ৪টা পর্যন্ত চলেছে।
তিনি আরও বলেন, “ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে কোনো ধরনের আক্রমণ না চালায়, তাহলে ইরানও আর কোনো প্রতিক্রিয়া দেখাবে না।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে তিনি জানান, “ইসরায়েল যদি এখনই তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তবে ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া অব্যাহত রাখার কোনো প্রয়োজন বা ইচ্ছা নেই।”
আরাঘচি বলেন, “ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে সব ধরনের হামলা বন্ধ করতে হবে। ইরান একাধিকবার স্পষ্ট করে বলেছে, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, ইরান নয়।”
তিনি আরও যোগ করেন, এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত চুক্তি হয়নি। তবে ইসরায়েল যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তার অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে ইরানের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন থাকবে না।