“কৃষি, শিল্প ও ভ্রমণের বার্তা”— এই অঙ্গীকারে মিরসরাই ট্রিবিউনের নবউদ্যমে যাত্রা

“কৃষি, শিল্প ও ভ্রমণের বার্তা”— এই স্লোগান ধারণ করেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “মিরসরাই ট্রিবিউন”, মিরসরাইয়ের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পোর্টাল। আমাদের লক্ষ্য শুধু মফস্বলের সীমায় আটকে থাকা নয়, বরং দেশ ও বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনাকে এই জনপদের মানুষের কাছে পৌঁছে দেওয়া।

আমাদের শিকড় এই জনপদে। এখানকার প্রতিটি মাঠ, নদী, শিল্পাঞ্চল, পর্যটন কেন্দ্র, বাজার, খেয়াঘাট, শিক্ষাঙ্গন— সবকিছুই আমাদের ভালোবাসার অংশ। মিরসরাইয়ের কৃষি, শিল্প ও পর্যটন সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরা আমাদের অন্যতম অঙ্গীকার।

তবে এখানেই আমাদের সীমা নয়। মিরসরাই ট্রিবিউন জাতীয় রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা ও আন্তর্জাতিক সংবাদেও দৃষ্টি রাখবে সমান গুরুত্বের সাথে।

আমাদের লক্ষ্য ও অঙ্গীকার

#

সত্য ও নিরপেক্ষ সংবাদ:
যাচাই ছাড়া কোনো তথ্য নয়। গুজব ও পক্ষপাতমুক্ত নির্ভরযোগ্য সাংবাদিকতা আমাদের প্রধান প্রতিশ্রুতি।

স্থাণীয় উন্নয়নে অগ্রাধিকার:
কৃষি, শিল্প ও পর্যটন— মিরসরাইয়ের তিন মূল সম্পদকে সামনে রেখে উন্নয়নমুখী ও সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ।

জাতীয় ও আন্তর্জাতিক বিস্তৃতি:
দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলার সঠিক হালনাগাদ।

তারুণ্যের কণ্ঠস্বর:
মফস্বলের তরুণ সাংবাদিক, লেখক, গবেষকদের জন্য উন্মুক্ত কলাম ও মতামত প্রকাশের সুযোগ।

জনমতের প্রতিফলন:
সাধারণ মানুষের সমস্যার কথা প্রশাসন ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে প্রকাশ।

সমাজকর্মীদের ভাবনা

মিরসরাই উপজেলায় যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের জন্য স্বার্থহীনভাবে কাজ করে যাচ্ছে, সেসকল সমাজকর্মীদের ভাবনা নিয়ে থাকবে আমাদের বিশেষ আয়োজন।

ভবিষ্যৎ পরিকল্পনা

বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন:
স্থানীয় দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিকল্পনাহীন উন্নয়ন— সব নিয়ে গভীর অনুসন্ধান।

ভিডিও প্রতিবেদন ও ডকুমেন্টারি:
মহামায়া লেক, খইয়াছড়া ঝর্ণা, অর্থনৈতিক অঞ্চল, ঐতিহ্যবাহী কৃষিপণ্য ও লোকজ সংস্কৃতি নিয়ে বিশেষ ভিডিও প্রকাশ।

তরুণদের জন্য আলাদা বিভাগ:
‘তরুণ কলাম’— ছাত্র-ছাত্রী ও তরুণদের নিজস্ব লেখা ও ভাবনার প্ল্যাটফর্ম।

ডিজিটাল প্ল্যাটফর্ম বিস্তৃতি:
ই-পেপার ও মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা, যাতে সহজে ও দ্রুত পাঠকের কাছে পৌঁছানো যায়।

সচেতনতামূলক ক্যাম্পেইন:
পরিবেশ রক্ষা, নিরাপদ সড়ক, স্বাস্থ্যসচেতনতা ইত্যাদি বিষয়ে বিশেষ আয়োজন।

পাঠকের প্রতি আমাদের আহ্বান

“মিরসরাই ট্রিবিউন” কেবল একটি নিউজ পোর্টাল নয়— এটি হবে এই জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।আপনার মতামত, পরামর্শ ও সমালোচনাই আমাদের পথচলার দিশা।

আমরা গর্বের সাথে বলছি—

“কৃষি, শিল্প ও ভ্রমণের বার্তা”— এই স্লোগানেই মিরসরাই ট্রিবিউন নতুন সম্ভাবনার দ্বার খুললো।

শেষ কথা-

“মফস্বল থেকে মহাসড়কে— সত্যের পথে সাহসী যাত্রা।”

সম্পাদক ও প্রকাশক
মিরসরাই ট্রিবিউন

এ সম্পর্কিত আরও খবর