Oদীর্ঘ বিরতির পর আবারও নবউদ্যমে মিরসরাই ট্রিবিউন-এর পথচলা শুরু হলো। আমরা ফিরে এসেছি পাঠকের হৃদয়ে, মাটির ঘ্রাণে, এই উপজেলার প্রতিটি সুখ-দুঃখের গল্পে।
২০২০ সালের ২০ জুন— মিরসরাই ট্রিবিউন যাত্রা শুরু করেছিল একটি ফেসবুক পেইজের মাধ্যমে। বৈশ্বিক মহামারি করোনার ভয়াল দিনগুলোতে মিরসরাইয়ের সমাজকর্মীদের সক্রিয়তা, সাধারণ মানুষের অসহায়ত্ব ও সাহসের গল্প, সময়োপযোগী লাইভ অনুষ্ঠান আর পোস্টের মধ্য দিয়ে উঠে এসেছিল মানুষের মনের কথা। তখনকার দিনগুলো আমাদের শিখিয়েছিল— সত্য, সাহস ও দায়বদ্ধতার গুরুত্ব।
এর ঠিক এক বছর পর, ২০২১ সালে আমরা একটি পূর্ণাঙ্গ অনলাইন নিউজ পোর্টাল হিসেবে আত্মপ্রকাশ করি। তবে নানা বাস্তব কারণবশত দীর্ঘ বিরতি নিতে হয় আমাদের। এই সময়টুকু ছিল আত্মসমালোচনা ও নতুন করে এগিয়ে যাওয়ার প্রস্তুতির সময়।
আজ থেকে মিরসরাই ট্রিবিউন আবারও তার দায়িত্ব নিয়ে পাঠকের দরজায়। “কৃষি, শিল্প ও ভ্রমণের বার্তা” এই অঙ্গীকারকে ধারণ করে আমরা আবারো ফিরছি মিরসরাইয়ের প্রতিটি খবর, প্রতিটি মানুষের গল্প তুলে ধরতে— যা বদলে দেবে এলাকার ভাবনা, উন্নয়নের চিত্র ও মানুষের জীবন।
আমরা আশাবাদী— অতীতের মতোই পাঠকের ভালোবাসা, সমর্থন ও পরামর্শ পাশে থাকবে আমাদের।
কারণ মিরসরাই ট্রিবিউন শুধু নিউজ পোর্টাল নয়, এটি মিরসরাইয়ের মানুষের আত্মার প্রতিধ্বনি।