নিজামপুর কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিজামপুর সরকারী কলেজ শাখার উদ্যোগে এবারের এইচএসসি পরিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার ( ২২ জুন) কলেজ অডিটোরিয়াম রুমে কলেজ সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুশফিকুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবির মিরসরাই আদর্শ থানা শাখা সভাপতি সাকিব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির মিরসরাই কলেজ সভাপতি ইসমাইল হোসেন।

ছবিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীবৃন্দ

আলোচনা সভা শেষে কলেজের চার শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর