আন্তর্জাতিক ম্যাচসহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ আগামী বছর রাজশাহীতে আয়োজনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
রোববার (২২ জুন) টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, “রাজশাহীতে প্রথম শ্রেণির খেলা হয়। আমরা রাজশাহী রিজিয়নে প্রিমিয়ার লিগ চালু করার পরিকল্পনা করছি। এখানকার ক্রিকেট কার্যক্রম আরও বাড়ানো হবে। ট্রেনিং, কোচিং ও আম্পায়ারিং প্রোগ্রাম উন্নত করা হবে। পাশাপাশি এখানে বয়সভিত্তিক খেলার আয়োজনেরও উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “রাজশাহীর মাঠ ও উইকেট আন্তর্জাতিক মানের। এমন মানসম্পন্ন মাঠ অনেক দেশেই নেই। সারা দেশে এ ধরনের সুযোগ-সুবিধা বাড়াতে পারলে নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।”
অনুষ্ঠানে উপস্থিত বিসিবির গ্রাউন্ড ও বিপিএল কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান, “রাজশাহীতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর আর বড় কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়নি। আমরা ঢাকার বাইরের সব মাঠেই ক্রিকেটের বিস্তার ঘটাতে চাই। বিভিন্ন অঞ্চলে খেলা হলে খেলোয়াড় ও দর্শকদের আগ্রহ বাড়বে।”
তিনি বলেন, “এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন দরকার। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে আলোচনা হয়েছে। প্রস্তাবনাও দিয়েছি। আশা করছি, আগামী বছর এ মাঠে আন্তর্জাতিক ম্যাচ ও বিপিএল দেখা যাবে।”