ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

উপজেলায় শেরপুর-ঢাকা মহাসড়কে বাস, সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় বাসটি রাস্তার উল্টোদিকে চলে গিয়ে একটি ট্রলি ও পিকআপ ভ্যানের সাথেও মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে মোট পাঁচটি যানবাহনের মধ্যে একের পর এক সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ধরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

#

উল্লেখ্য, মাত্র দুই দিন আগেও একই সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছিলেন, যা এ সড়কে নিরাপত্তা সংকটকে আরও প্রকটভাবে সামনে নিয়ে এসেছে।

এ সম্পর্কিত আরও খবর