মেসিকে থামিয়ে বিশ্বরেকর্ডের পথে রোনালদো

ফুটবল জগতে চিরন্তন বিতর্ক—“কে সেরা, মেসি নাকি রোনালদো?”—আবার নতুন মাত্রা পেয়েছে। ৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদো প্রমাণ করলেন বয়স তার কাছে কেবল একটি সংখ্যা মাত্র।

শনিবার রাতে আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পর্তুগাল ৫-০ ব্যবধানে জিতেছে। মাঠে নামার সঙ্গে সঙ্গে জোড়া গোল করে রোনালদো দেখিয়ে দিলেন, বয়স কখনোই তার খেলার স্পৃহাকে বাধা দিতে পারেনি।

এবার রোনালদোর বিশ্বকাপ বাছাই গোল সংখ্যা দাঁড়ালো ৩৮, যা তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ৩৬ গোলকে ছাড়িয়ে গেছে। এরই মধ্যে গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের ৩৯ গোলের বিশ্বরেকর্ডের খুব কাছাকাছি চলে এসেছেন তিনি।

ফুটবলপ্রেমীরা এখন আর শুধু গোলের জন্য অপেক্ষা করছেন না; বরং দেখছেন কত দ্রুত রোনালদো রুইজের রেকর্ড ভেঙে বিশ্বকাপ বাছাই ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন।

এ সম্পর্কিত আরও খবর