মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেপ্তার দুই

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ জাফর আহমেদ ও মুসলিম উদ্দিন জুম্মুন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়ে জানা গেছে, জাফর উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ফারুকের পুত্র, অন্যজন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালাম মিয়ার পুত্র মুসলিম।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী দু’জনের প্যান্টের পকেট হতে ১৩০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। এসময় স্থানীয়দের উপস্থিতিতে তাদের আটক করা হয়।

#

তিনি আরও বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর