চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনার রাস্তায় স্থানীয় সিএনজি অটোরিকশা চালক ও পর্যটকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর ক্ষুব্ধ পর্যটকেরা প্রায় ২০ মিনিটের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থেকে একটি বাসে করে পর্যটক দল খৈয়াছড়া ঝরনা ঘুরতে আসেন। মহাসড়ক থেকে ঝরনা সড়কে প্রবেশের সময় সিএনজি চালকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
আহত পর্যটক বিপ্লব বলেন, আমরা গাড়ি নিয়ে প্রবেশ করার সময় স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালকরা আমাদের ওপর চড়াও হয়। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে সিএনজি চালক আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ঝরনার সড়ক ছোট হওয়ায় বড় বাস প্রবেশ করা যায় না। তাই আমরা বাধা দিই। কিন্তু পর্যটকরা তা না মেনে একযোগে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বাস ঝরনা সড়কে ঢোকার সময় সিএনজি চালকদের বাধাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পর্যটকরা বাস নিয়ে চলে যান। তবে এখনো এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।