মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার তিন

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— ইকবাল হোসেন প্রঃ হাসান, শরীফুল ইসলাম সম্রাট এবং মো. রিফাত।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর সোনাপাহাড় এলাকায় মঈন উদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ প্রায় ১৪টি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয় জানা গেছে— ইকবাল হোসেন বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত মিন্টু মিয়ার ছেলে, রিফাত করেরহাট ইউনিয়নের সামনের খিল এলাকার মৃত হারুনের ছেলে এবং শরীফুল ইসলাম সম্রাট উত্তর সোনাপাহাড় এলাকার ইলিয়াসের ছেলে।

#

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞাত আরও ৮-১০ জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি অপরাধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন প্রঃ হাসান ১৮টি মামলার আসামি, তার বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। শরীফুল ইসলাম সম্রাট ৬টি মামলার আসামি, তার বিরুদ্ধেও ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর