ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য এক নম্বরে তালিকাভুক্ত হয়েছে।
গত সোমবার হাইকোর্ট ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন ও চূড়ান্ত ভোটার তালিকা কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। এক প্রার্থীর করা রিটে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিলে গেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ সাময়িক স্থগিত করে। আজ পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে পরবর্তী সিদ্ধান্ত হবে।