আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৮০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ।
রবিবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করে বলেন, উদ্ধার তৎপরতা চলছে এবং প্রাণহানি আরও বাড়তে পারে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, কুনারের মাজার ভ্যালিতে বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা রয়েছেন।
ভয়াবহ এ ঘটনায় শোক জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘ কার্যালয়। জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছেন।