বাংলাদেশ সফরে আসছেন মালা আলি কুর্দিস্তানি

সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তিত্ব মালা আলি কুর্দিস্তানি বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। খবর সময় টিভি অনলাইন। বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। 

তিনি লিখেছেন— প্রিয় বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করতে পেরে আনন্দিত যে খুব শিগগিরই বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল উদ্বোধন করতে আমি বাংলাদেশ সফর করব। সফরটি হবে ঐতিহাসিক।

তার ভাষ্যমতে, তিনি ১ হাজার শিক্ষার্থীকে ভেষজ চিকিৎসা বিষয়ে শিক্ষা দিতে চান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জ্ঞান ছড়িয়ে দিতে আগ্রহী। আল্লাহর রহমতে তিনি ২৫০ ধরণের ভেষজ ওষুধ তৈরি করেছেন বলেও দাবি করেন। তার বিশ্বাস, এ চিকিৎসা শুধু স্বাস্থ্যের উন্নয়নেই নয়, বাংলাদেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে, কারণ বিদেশ থেকেও মানুষ চিকিৎসার জন্য এখানে আসবে।

তিনি আরও লেখেন, জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য দরিদ্র মানুষের সেবা করা, বিশেষ করে অর্থনৈতিক সংকটে থাকা মুসলিম দেশগুলোতে।

#

কে এই মালা আলি কুর্দিস্তানি?

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বাসিন্দা মালা আলির প্রকৃত নাম মোল্লাহ আলি কালাক। ফেসবুক পেজে তিনি নিজেকে ড. আলি মাহমুদ হাসান হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন তিনি প্রায় ২৮ বছর ধরে ভেষজ চিকিৎসায় বিশেষজ্ঞ। তার ফেসবুকে অনুসারীর সংখ্যা ৫৮ লাখের বেশি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, মালা আলির কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই বিতর্কিত। তিনি কোরআনের আয়াত ব্যবহার করে অসুস্থ বা জ্বিনে আক্রান্ত রোগীদের সুস্থ করার দাবি করেন। তার চিকিৎসার মধ্যে রয়েছে উটের মূত্র ও দুধের মিশ্রণ খাওয়ানো এবং রোগীকে চাবুক মারা—যার ভিডিও বহুবার ভাইরাল হয়েছে।

বিতর্ক ও গ্রেফতার

কুর্দিস্তান আঞ্চলিক সরকার তার নিরাময় কেন্দ্র বারবার বন্ধ করে দেয় এবং বেআইনি চিকিৎসা কার্যক্রমের অভিযোগে তাকে একাধিকবার গ্রেফতারও করা হয়। এক নারীকে ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। পরে সৌদি আরব গিয়ে সেখানেও আটক হন তিনি। যদিও পরবর্তীতে মুক্তি পান।

২০২১ সালের নভেম্বরে তিনি পাকিস্তানে গেলে ব্যাপক সাড়া ফেলেন। হাজার হাজার মানুষ তার কাছে ভিড় জমায়। এমনকি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার তার সঙ্গে সাক্ষাৎ করেন ও তাকে সম্মান জানান।

এ সম্পর্কিত আরও খবর