তরুণ প্রজন্ম জাগলেই দেশ বদলাবে: নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “বাংলাদেশকে দরিদ্র দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। অথচ আওয়ামী ফ্যাসিবাদের আমলে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। আগের সরকারগুলোর আমলেও কোটি কোটি টাকা পাচার হয়েছে। কেউ ফেরেশতা নয়। এ কারণেই ৫৪ বছরের ইতিহাসেও দেশ সমৃদ্ধ হতে পারেনি।”

তিনি আরও বলেন, “ছাত্রশিবির বিশ্বাস করে মানুষই জাতির সম্পদ। তরুণ প্রজন্ম জেগে উঠলে দেশকে আর বোকা বানানো বা সম্পদ লুট করা সম্ভব হবে না।”

আরও পড়ুন: মিরসরাইয়ে আগামীকাল সকাল থেকে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বুধবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।

#

শুভেচ্ছা বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, সাবেক আমির নুরুল করিম, উপজেলা অফিস সম্পাদক শফিকুল ইসলাম শিকদার ও পৌরসভা আমির শিহাব উদ্দিন।

অনুষ্ঠানে ২০০ জন জিপিএ-৫ প্রাপ্তসহ মোট ৮০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে অতিথিরা পুরস্কার তুলে দেন।

এ সম্পর্কিত আরও খবর