রোহিঙ্গা ইস্যুতে ৭ দফা প্রস্তাব পেশ করলেন ড. মুহাম্মদ ইউনূস

কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সাত দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগত নির্মূল ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান তিনি।

সোমবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর তিনি সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি বলেন, “রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সীমিত সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও বাংলাদেশ ২০১৭ সালে এবং তারও আগে মানবিক কারণে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত খুলে দিয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে তিনি জানান, দেশ এখন স্থিতিশীল এবং জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২৪-২৬ আগস্ট কক্সবাজারে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিক উদ্যোগ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন হবে, যেখানে ১৭০টি দেশের অংশগ্রহণের আশা করা হচ্ছে। পরবর্তীতে কাতারের দোহাতেও আরেকটি সম্মেলনের আয়োজন হবে।

এ সম্পর্কিত আরও খবর