লুট হওয়া সাদা পাথর ফেরত দিতে আল্টিমেটাম

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর আগামী সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের পর কারো কাছে পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলম।

তিনি জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় এখনো অনেকের কাছে লুকানো অবস্থায় সাদাপাথর রয়েছে। সেগুলো উদ্ধারের জন্য শনিবার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে সভা করা হয়। সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো—

#

সোমবার বিকেল ৫টার মধ্যে যার যার কাছে থাকা সাদাপাথর ভোলাগঞ্জে পৌঁছে দিতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধিরা দায়িত্ব নিয়ে তাদের এলাকায় খোঁজখবর করবেন এবং পাথর ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন।

নির্ধারিত সময় পার হওয়ার পর অভিযানে পাথর উদ্ধার হলে শুধু মালিক নয়, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ডিসি সারোয়ার আলম আরও বলেন, ইতোমধ্যে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

এ সম্পর্কিত আরও খবর