বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এসে তিনি এ অভিযোগ আনেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, বালি চিফ প্রসিকিউটর অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাকে অপহরণ করে আটকে রাখা হয়, গুম ও নির্যাতন করা হয় এবং ভারতের কারাগারে দীর্ঘদিন আটক রাখা হয়েছিল।
উল্লেখ্য, ২০১২ সালে সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে হাজির হয়ে বালি আদালতে সাঈদীর পক্ষে বক্তব্য দেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ভারতের এক কারাগারে তার অবস্থান নিশ্চিত হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর দেশে ফিরে তিনি অবশেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলেন।