প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে আর বাংলাদেশি পাসপোর্ট বাধ্যতামূলক নয়।
সংশোধিত এসওপি অনুযায়ী, আবেদনপত্র (ফরম-২ক), জন্মসনদ, রঙিন ছবি এবং তিনজন প্রবাসী এনআইডিধারীর প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে। পাসপোর্ট থাকলে তার কপিও যোগ করা যাবে। প্রয়োজনে পিতা-মাতার এনআইডি/সনদ, নাগরিকত্ব সনদ, শিক্ষা সনদ, বিবাহ সনদ বা ইউটিলিটি বিলের মতো অতিরিক্ত কাগজ লাগতে পারে।
চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলায় ‘বিশেষ তথ্য ফরম’ পূরণ করতে হবে। দেশে থাকলে নিজে, আর বিদেশে থাকলে প্রতিনিধি মাধ্যমে কাগজপত্র জমা দেওয়া যাবে।
ইতোমধ্যে ১০টি দেশের ১৭টি মিশনে এ সেবা চালু হয়েছে, শিগগিরই আরও ৪০টি দেশে কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।