যেকোনো চ্যালেঞ্জ থাকুক না কেন, সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে হবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে হবে।

বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, অসংক্রামক রোগ এখন বাংলাদেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই এসব রোগের কারণে ঘটে। এর মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যু ঘটে ৭০ বছরের নিচে। উচ্চ চিকিৎসা ব্যয়ের কারণে পরিবারগুলো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং বিপুল অঙ্কের টাকা বিদেশে চলে যায়।

তিনি আরও বলেন, শুধু স্বাস্থ্য খাত নয়—খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকারসহ সব মন্ত্রণালয়ের অংশগ্রহণে অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এ সম্পর্কিত আরও খবর