মিরসরাইয়ের মানুষের সেবা করতে এমপি হতে চাই : এমদাদ খন্দকার

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এমদাদ খন্দকার। তিনি বলেন, “আমি মিরসরাইয়ের মানুষের সেবা করতে চাই। তাদের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চাই। এজন্য আমি মিরসরাইয়ের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে মিরসরাই উপজেলায় জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম মিরসরাই ট্রিবিউন আয়োজিত সরাসরি আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

লাইভ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জাবেদ ভূঁইয়া। এসময় তিনি মিরসরাইয়ের নানা দিক, সম্ভাবনা ও দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা নিয়ে এমদাদ খন্দকারের দৃষ্টিভঙ্গি জানতে চান। জাবেদ ভূঁইয়া বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পাঞ্চল, কর্মসংস্থান ও পরিবেশ সংরক্ষণসহ স্থানীয় মানুষের প্রত্যাশিত উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন করেন।

উত্তরে এমদাদ খন্দকার বলেন, “মিরসরাইয়ের প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সৎ নেতৃত্ব ও জনসম্পৃক্ত উদ্যোগ প্রয়োজন। আমি যদি মিরসরাইবাসীর ভালোবাসা ও সমর্থন পাই, তবে মিরসরাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

#

তিনি আরও দাবি করেন, মিরসরাইয়ের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব এখন সময়ের দাবি।

এ সম্পর্কিত আরও খবর