র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে দেশব্যাপী আলোচিত মো. সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।
গত বছরের ৫ আগস্টের পর নানা সুবিধা থেকে বঞ্চিত থাকলেও পরবর্তীতে উপসচিব পদে পদোন্নতি পান সারোয়ার আলম। তিনবার বঞ্চিত হওয়ার পর তিনি এই পদোন্নতি লাভ করেন।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এছাড়া ক্যাসিনোবিরোধী অভিযান, করোনা মহামারির সময় ভুয়া টেস্টবিরোধী অভিযান এবং সর্বশেষ সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে আলোচনায় আসেন। ওই অভিযানে হাজী সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিমকে দেড় বছরের কারাদণ্ড দেন তিনি।
তবে পদোন্নতি বঞ্চিত হয়ে তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন, “চাকরি জীবনে যেসব কর্মকর্তা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, তারা বেশিরভাগই পদে পদে বঞ্চিত হয়েছেন। এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার নামই অন্যায়।” এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে অসদাচরণের অভিযোগে লঘুদণ্ড হিসেবে তিরস্কার করেছিল।