কুয়েতে বিষাক্ত মদ কেলেঙ্কারি: ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭ জন

কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে এক বাংলাদেশি নাগরিকও রয়েছেন, যিনি একটি অপরাধচক্রের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই কেলেঙ্কারিতে ইতোমধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৬০ জন অসুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫১ জনকে ডায়ালাইসিস এবং ৩১ জনকে ভেন্টিলেশনে নিতে হয়েছে।

শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি কারখানা ও আরও চারটি অবৈধ উৎপাদনকেন্দ্র জব্দ করা হয়েছে। তদন্তে জানা গেছে, এসব মদে মিশ্রিত মিথানল প্রাণঘাতী হয়ে উঠেছে।

মৃত ও অসুস্থদের অধিকাংশই এশীয় নাগরিক। ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।

#

মিথানল একটি বর্ণহীন বিষাক্ত অ্যালকোহল, যা শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। এটি চেনা কঠিন এবং বিষক্রিয়ার লক্ষণ দেরিতে প্রকাশ পায়। চিকিৎসা না পেলে এর মৃত্যু হার ২০–৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)’।

এ সম্পর্কিত আরও খবর