পাকিস্তানে মেঘ বিস্ফোরণ, নিহত ৩’শ ছাড়িয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার বেশন্ত্রি গ্রামে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ভেসে গেছে। গ্রামের স্থানীয় মসজিদের ইমাম মওলানা আব্দুল সামাদ নামাজে ব্যস্ত থাকলেও গ্রামবাসীর মতো নিজের পরিবারকেও দ্রুত ঘর ছাড়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি বাড়ি ফিরে এসে দেখেন, হঠাৎ আসা পানির তোড়ে তার বাড়িসহ আশপাশের বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিপাত ও বন্যায় গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০৭ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৭৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৩ জন শিশু। আহত হয়েছেন আরও ২৩ জন।

পিডিএমএ জানিয়েছে, এখন পর্যন্ত ৭৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি আংশিক ধ্বংস এবং ১১টি পুরোপুরি বিধ্বস্ত।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোয়াত, বুনের, বাজাউর, তোরঘর, মানসেহরা, শাঙলা ও বটগ্রাম জেলায়।

এ সম্পর্কিত আরও খবর