উত্তরার বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন আরও একজন শিক্ষিকার মৃত্যু

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনায় মোছাম্মৎ মাহফুজা আক্তার নামে আরও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে।

ডা. শাওন বিন রহমান জানান, মাহফুজা আক্তারের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ২৩ জন চিকিৎসাধীন, जबकि ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে একটি বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন শতাধিক।

#

বিমান বিধ্বস্তের ১২ দিন পর, ৩ আগস্ট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলেছে। প্রথম দিনে নবম থেকে দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে উপস্থিত হন। তবে আগের হৈ-হুল্লোড়ের বদলে পুরো ক্যাম্পাসে নীরবতা বিরাজ করছে।

এ সম্পর্কিত আরও খবর