মিরসরাইয়ে শহীদ কামরুজ্জামান লিটনের ২৪তম শাহাদাতবার্ষিকীর শোকসভা

মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদ কামরুজ্জামান লিটনের ২৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২০০১ সালের ১২ আগস্ট তিনি আওয়ামী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন।

সোমবার বিকেলে উপজেলার তিনঘরিয়া টোলা আবুতাহের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মঘাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উত্তর জেলা যুবদলের বন ও গবেষণা বিষয়ক সম্পাদক মিল্লাত চৌধুরীর সভাপতিত্বে এবং উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আমজাদ হোসেন জিহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সালাউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক নুরউদ্দিন সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাপ্পি, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব চৌধুরী, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মামুন, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি বাবুল, ১০ নং মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাঈমুর রহমান সামির এবং ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক হৃদয়।

#

অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, যুবদল নেতা শাহাদাত হোসেন ও কামাল হোসেন, ছাত্রদল নেতা নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ কামরুজ্জামান লিটন হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে দোয়া-মোনাজাত ও কবর জিয়ারতের মাধ্যমে শোকসভা সমাপ্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর