ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা দাবি

ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি চূড়ান্ত দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে—দ্রুত তারিখ ঘোষণা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংগঠনের সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁন সাইফ (অব.) বলেন, মেজর সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগেই, কিন্তু কার্যকরের তারিখ ঘোষণা না হওয়া ন্যায়বিচারের অপমান ও শহীদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি অভিযোগ করেন, এই দীর্ঘসূত্রতা অপরাধীদের জন্য ভুল বার্তা দিচ্ছে।

প্রশাসনিক বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “এটা প্রশাসনিক দুর্বলতা কিংবা বহির্বিশ্বের চাপ হতে পারে। আদালতের রায়ের পর মাত্র একটি চিঠি টাইপ করতেও দুই মাসের বেশি সময় লেগে যাচ্ছে।”

সংগঠনের আরেক নেতা লেফটেন্যান্ট মেহেদী হাসান (অব.) বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না—এমন ধারণা জনমনে তৈরি হয়েছে। তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর