ঢাবিতে হল ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন উপাচার্য। শনিবার রাত দেড়টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি এ ঘোষণা দেন।

১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়টি বহাল থাকবে বলে উপাচার্য জানান। তিনি বলেন, ‘হলে রাজনীতি থাকবে না।’

পরে বিষয়টি ব্যাখ্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “আমাদের সিদ্ধান্ত হলো, হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। তারা কেন্দ্রীয়ভাবে, যেমন মধুর ক্যান্টিনে, কার্যক্রম চালাতে পারবে—যেটা সমঝোতা হয়েছিল। তবে আমরা কোনো ছাত্রসংগঠনকে জোর করে বিলুপ্ত করতে পারি না। আমরা জানিয়েছি, ১৭ জুলাই যা নিষিদ্ধ হয়েছিল, তা বহাল থাকবে।”

তিনি আরও জানান, নিয়ম ভাঙার বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। এরপর যেসব ছাত্রসংগঠনের নাম এসেছে, তাদের সঙ্গেও কথা বলা হবে। শাস্তির বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে সবার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

#

এর আগে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। এ সময় রোকেয়া হল ও শামসুন্নাহার হলের তালা ভেঙে শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন। পরে মিছিল উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। প্রায় আধা ঘণ্টা পর রাত দেড়টার দিকে উপাচার্য ছোট গেট খুলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন এবং ঘোষণাটি দেন।

এ সম্পর্কিত আরও খবর