এনসিপি’র শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের শীর্ষ পর্যায়ের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট এই পাঁচ নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছিলেন। তবে সফরের আগে দলের ‘রাজনৈতিক পর্ষদ’ বা সংশ্লিষ্ট কোনো নেতৃত্বকে অবগত করা হয়নি, যা সাংগঠনিক নীতিমালার পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট নেতাদের সফরের সিদ্ধান্ত ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে লিখিতভাবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সামনে সশরীরে হাজির হতে হবে। ব্যাখ্যা অসন্তোষজনক হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর