ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফার ছুটি শেষে আজ রোববার সীমিত পরিসরে খুলছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে আজ কোনো পাঠদান কার্যক্রম চালু হচ্ছে না।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা এবং মানসিক স্বস্তি দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের ওপর যে মানসিক প্রভাব পড়েছে, তা কাটিয়ে উঠতেই আমরা ধাপে ধাপে কার্যক্রম চালু করছি।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কলেজে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক আহত ও নিহত হন। এ ঘটনার পর প্রতিষ্ঠানটি কয়েক দফা ছুটি ঘোষণা করে।