আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০১ (মিরসরাই) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব এমদাদ খন্দকার বলেছেন, “মিরসরাইয়ে কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সেবন, ঘের দখল, টেন্ডারবাজি কিংবা নিয়োগ বাণিজ্য বরদাশত করা হবে না। অন্যায়কারীদের কোনো ক্ষমা নেই। মিরসরাইতে মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরি হবে।”
তিনি বলেন, “আমি চাই মিরসরাই একটি শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলা রক্ষিত এলাকা হিসেবে গড়ে উঠুক। কেউ যাতে অন্যায়ভাবে হয়রানির শিকার না হয়, কেউ যাতে আইনের ঊর্ধ্বে না থাকে।”
রাজনৈতিক শিষ্টাচারের আহ্বান
সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্যকারী ও কর্মীদের হুমকি প্রদানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমার কর্মীদের আমি নির্দেশ দিয়েছি, কেউ যেন কাউকে আঘাত না করে। সময়ের সঙ্গে মানুষ বুঝবে কে ভালো, কে খারাপ। অহেতুক আঘাত করলে পরিবারে কষ্ট বাড়বে। আমরা চাই মিরসরাইবাসী আমাদের পরিবার ভাবুক।”
ভবিষ্যৎ পরিকল্পনা
এমদাদ খন্দকার আরও বলেন, “মিরসরাইবাসী আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করবে—এটা আমার বিশ্বাস। যারা আমার জন্য পরিশ্রম করবে, মানুষের সেবা করবে, আমি তাদের পাশে থাকব। মিরসরাইয়ের প্রতিটি মানুষের চাহিদা পূরণে আমি সচেষ্ট থাকব।”
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। সুখে-দুঃখে পাশে থাকতে চাই। মিরসরাইকে পরিচালনা করব আপনাদের পরামর্শ অনুযায়ী, আইন মেনে। ইনশাআল্লাহ।”