বিগত ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনের দমন-পীড়ন, জনগণের সাহসী প্রতিরোধ এবং শেখ হাসিনার পতনের ইতিকথা তুলে ধরে ঢাকার মেট্রোরেলের পিলারে আঁকা হয়েছে রাজনৈতিক গ্রাফিতি। এই গ্রাফিতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল বিজয় সরণি মেট্রোরেল স্টেশন চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সজীব ভূঁইয়া বলেন, “এই গ্রাফিতিগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় সেই ভয়াল আওয়ামী স্বৈরশাসনের দিনগুলো, যখন জনগণের কণ্ঠরোধ করা হয়েছিল। এই দেয়ালচিত্রগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সাক্ষ্য হয়ে থাকবে যে, কীভাবে সাহসী মানুষরা রুখে দাঁড়িয়েছিল জুলুমের বিরুদ্ধে। যাতে করে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক সাহসী অধ্যায়, যা এই শাসনের পতনের বীজ বপন করেছে। মেট্রোরেলের এই গ্রাফিতিগুলো সেই বিপ্লবী চেতনার অনুরণন বহন করছে।”