তিন বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টায় দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় আবহাওয়া অফিসের পক্ষ থেকে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ২ আগস্ট, ২০২৫ (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) এবং কোথাও কোথাও অতিভারি (৮৮ মি.মি. বা তার বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এ ধরনের ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর