মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন অনুমোদন

মালয়েশিয়া সরকার বোয়েসেলের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে নিয়োগে আবারও অনুমোদন দিয়েছে। গত বছর ৩১ মে’র মধ্যে যারা যেতে পারেননি, তাদের মধ্য থেকে উপযুক্তদের নির্বাচিত করা হবে।

বাংলাদেশ হাইকমিশন জানায়, ডিমান্ড লেটার সত্যায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এফডব্লিউসিএমএস পোর্টালে নির্ধারিত কাগজপত্র দাখিল ও পরে মূল কপি হাইকমিশনে জমা দিতে হবে।

দাখিলযোগ্য ডকুমেন্টের মধ্যে রয়েছে কোম্পানির অনুমোদনপত্র, ফি-এর ব্যাংক স্লিপ, বেতন স্লিপ, কোম্পানির প্রোফাইল ও ব্যাংক স্টেটমেন্ট।

নতুন এমওইউ অনুযায়ী নির্ধারিত কোটা, খরচ নিয়ন্ত্রণ ও স্বচ্ছ নিয়োগ পদ্ধতির ভিত্তিতে কর্মী পাঠানো শুরু হতে পারে।

#

আগস্টের দ্বিতীয় সপ্তাহে যৌথ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর