গণঅভ্যুত্থান দিবস ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে ৫ আগস্ট পালিতব্য গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে এবং জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে, তা তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। জননিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএমপি যে কোনো সময় অভিযান চালাতে পারে। এটি তাদের নিজস্ব বিষয়। বর্তমানে দেশে কোনো ধরনের নিরাপত্তা সংকট নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সার্বক্ষণিক তৎপর রয়েছে এবং জাতীয় নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর