রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় একাধিক দেশ

রাশিয়ায় রিখটার স্কেলে ৮ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর রাশিয়াসহ একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। গত কয়েক দশকের মধ্যে এটিকে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (স্থানীয় সময়) ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে আঘাত হানে এই ভূমিকম্প। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের পর কামচাটকা উপকূলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।

এর পরপরই অঞ্চলটিতে আরও দুটি আফটারশক রেকর্ড করা হয়—একটি ছিল ৬.৯ মাত্রার এবং অপরটি ৬.৩ মাত্রার।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় জানান, “গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”

#

ভূমিকম্পের প্রভাবে জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ান তাদের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, তিন মিটার পর্যন্ত উচ্চতার সুনামি ঢেউ উপকূলে আঘাত হানতে পারে। একইভাবে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ সম্ভাব্য বিধ্বংসী সুনামির আশঙ্কা করে উপকূলীয় অঞ্চল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে বলেন, “পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই যুক্তিসঙ্গত।”

এ সম্পর্কিত আরও খবর