জামায়তের জাতীয় সমাবেশের খরচ সাড়ে তিন কোটি টাকা: আমির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ জাতীয় সমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহন ভাড়া করা হয়। ঢাকার বিভিন্ন সড়কে টানানো হয় ব্যানার-ফেস্টুন, যা পুরো শহরজুড়ে সমাবেশের উপস্থিতি জানান দেয়।

সমাবেশ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকরা দাবি করেন, এ আয়োজনের পেছনে খরচ হয়েছে ১০০ থেকে ২০০ কোটি টাকা। এমন গুঞ্জনের প্রেক্ষিতে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত জামায়াতের একটি রোকন সম্মেলনে তিনি বলেন, “ঢাকায় এত বড় একটা সমাবেশ হয়ে গেল, আমরা কি কাউকে চাঁদা তুলতে বলেছি? বলিনি। আমরা নিজেরাও কারও কাছে চাঁদা চাইনি।”

তিনি আরও বলেন, “এখন কেউ কেউ বিশ্লেষণ করছেন—সমাবেশে নাকি একশ, কেউ বলেন ২০০ কোটি টাকা খরচ হয়েছে। আপনারা শুনবেন কত খরচ হয়েছে। অবশ্যই রোকন হিসেবে আপনাদের জানার অধিকার রয়েছে। আমার ধারণা ছিল, পৌনে ৩ কোটিতে আটকে ফেলতে পারব। একটু এদিক-সেদিক হয়েছে, তবে এটি সাড়ে ৩ কোটির বেশি হয়নি, আলহামদুলিল্লাহ। এখন যার যে বিশ্লেষণ করার করবে।”

#

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি, ভবিষ্যতেও করবে না। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে না।”

এ সম্পর্কিত আরও খবর