বিয়ের দেড় মাস পর জানা গেলো নববধূ পুরুষ

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের দেড় মাস পর নববধূকে পুরুষ হিসেবে শনাক্ত করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী যুবক মাহমুদুল হাসান শান্ত উপজেলার হাউলি কেউটিল গ্রামের বাদল খানের ছেলে।

জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে চট্টগ্রামের আমতলা এলাকার শাহিনুর রহমান নামের এক যুবক ‘সামিয়া’ ছদ্মনামে শান্তর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত ৭ জুন তিনি শান্তর বাড়িতে গিয়ে উপস্থিত হন। পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে ইসলামী রীতিতে তাদের বিয়ে হয়। তবে সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি।

বিয়ের পর থেকেই ‘সামিয়া’র আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করছিল পরিবার। প্রায়ই অসুস্থতার অজুহাতে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতেন তিনি। সন্দেহ ঘনীভূত হলে অবশেষে শুক্রবার (২৫ জুলাই) সত্য উদ্ঘাটিত হয়—‘সামিয়া’ আসলে একজন পুরুষ।

শান্তর মা বলেন, “একজন ছেলেই আমাদের ঘরে বউ সেজে দেড় মাস ছিল, আমরা বুঝতেই পারিনি।”

#

পরিবার বিষয়টি জানার পর শনিবার সকালে তাকে বাড়ি থেকে বের করে দেয়।

এ সম্পর্কিত আরও খবর