চট্টগ্রামের মিরসরাই উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী যুব ও ক্রীড়া সংগঠন ‘আনন্দ সংঘ’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী শাহ আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিকাল ৩ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল সাড়ে ৪ টায়। মোট ভোটারের উপস্থিতি ছিলো ১১১ জন।
এতে বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত হোসেন। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রামিম আল মেহেদী অন্তর, অর্থ সম্পাদক লুৎফুল কবির রায়হান।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালান করেন আনন্দ সংষের উপদেষ্টা সাইদুল ইসলাম। তিনি জানান, আমরা এই নির্বাচনের মাধ্যমে তরুণদের একটা মেসেজ দিতে চাই। আসলে এই প্রজন্মের তরুণরা ভোট কি জিনিস অনেকে জানেন ও না। আমি মনে করি বিগত ২০ বছরে এই ধরণের উৎসবমুখর পরিবেশে নির্বাচন কোথাও হয়নি। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে একদল যুবক নতুন সমাজ বিনির্মানে কাজ করবে।
উল্লেখ্য : সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করতে উদ্বুদ্ধকরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা, করোনা কলীন সময়ে খাদ্য সহায়তা ও গরিব পরিবারের মেয়ের বিয়ের সহায়তাসহ সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখছে।